ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক
খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত ডিআইজি মো.রেজাউল হক পিপিএম
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ

রাজামেহার উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ’কে গণসংবর্ধনা

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ৩ ফ্রেব্রুয়ারি বিকাল ৪ টায় রাজামেহার হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজামেহার ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও স্কুল, কলেজ মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানায় এবং মানপত্র প্রদান।

রাজামেহার ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেছেন, এই রাজামেহার ইউনিয়নে পূর্বে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছেন আপনারা তা বন্ধ করুন, এই শান্তি প্রিয় রাজামেহারের পরিবেশ আর অশান্ত করার চেষ্টা করবেন না।

এই ইউনিয়নবাসীর তিনটি দাবি, ইউনিয়ন পরিষদ অবকাঠামো নির্মাণ, কলেজের নতুন ভবন ও রাজামেহার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র করা। আমি আপনাদের দীর্ঘদিনের এই প্রত্যাশা অল্প সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করব। আমি সততা ও নিষ্ঠার সাথে সকলের সাথে মিলেমিশে থাকতে চাই। এই খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।

বক্তব্যে তিনি আরও বলেন, এই ইউনিয়ন দেবীদ্বার উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, এই ইউনিয়নে পর্যায়ক্রমে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। দেবীদ্বার সকল দুর্নীতির অবসান ঘটিয়ে একটি উন্নয়ন ও সমৃদ্ধির দেবীদ্বার গড়ে তুলব। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ইউনিয়ন যুবলীগ নেতা নজির আহমেদ ও ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সরকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান,

বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, এমপি আবুল কালাম আজাদের বড় ভাই অলিউল্লাহ খোকন, আল আরাফাহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, উখারি গ্রামের মিনহাজুর রহমান ভূঁইয়া, চাটুলি গ্রামের আবু তাহের স্বর্ণকার, সোনালী ব্যাংকের জিএম মো. আবদুল মতিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন৷

এ সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুসলেউদ্দিন মানিক ভূঁইয়া,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুন্নাহার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রুবেল, মহিলা আসেনি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন সবুজ,ইমরান আরেফিন ইমু, আল আমিন, দিদারুল আলম ফয়েজ সহ আরো অন্যান্য নেট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ