
বরগুনার আমতলীতে গভীর রাতে দুর্বৃত্তরা ধান কাটার মেশিন হারভেস্টার অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে । উপজেলারআরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে এঘটনা ঘটে।এতে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হারভেস্টারের মালিক ফাতেমা খাতুন দাবি করেন।
এলাকাবাসী জানান, মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামের (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য মাকসুদুর রহমান মিলন তালুকদার চাকরি থেকে অবসর নেয়ার পর এলাকায় কৃষি কাজে মনোনিবেশ করেন। স্ত্রী ফাতেমা খাতুন ২০২৩ সালের ফেব্রুায়ারি মাসে মেটাল এগ্রিটেক লিমিটেড থেকে মাসিক কিস্তিতে একটি হারভেস্টার (ধান কাটার মেশিন) ক্রয় করেন। ধান কাটার মৌসুমে এলাকার কৃষকগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা ধারণা করছেন।
হারভেস্টারের মালিক ফাতেমা খাতুন জানান, আমরা ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা আমাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এব্যাপারে মেটাল এগ্রিটেক লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক মোঃ নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমরা শুনেছি।
গ্রাহক যাতে ক্ষতিপূরণ পান সে ব্যাপারে সহযোগিতার চেষ্টা করা হবে।আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।হারভেস্টারের মালিকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।