ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে মা সমাবেশ

সিরাজগঞ্জের সলংগায় আরিফ প্রি-ক্যাডেট স্কুল এ আজ ৩ই ফেব্রুয়ারি রোজ-শনিবার অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি এস.এম আলমগীর রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হিটলার আলী’র সঞ্চালনায় সর্বপ্রথম কোরআন তেলায়াত করেন সহকারী শিক্ষক সজিব আহমেদ জয়। প্রধান অতিথির বক্তব্যে রাখেন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের উপদেষ্টা জনাব আলতাফ হোসেন মন্ডল।

এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে কোন ভাবেই বঞ্চিত না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে এই প্রতিষ্ঠানের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, ভালো ফলাফলের জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। পরিশেষে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা ও ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যত প্রত্যাশা করছি।

দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি এস.এম আলমগীর রেজা, তিনি বলেন অত্র এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে কৃতিত্ব অর্জন করেছেন। সুন্দর ও মনোরম পরিবেশে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শ্রেনি কক্ষে পাঠদান করানো হয়। একটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সহকারী শিক্ষিকা সানজিতা রানী বলেন, আমরা মেয়েরা বেশিরভাগ সময় বাসার নানা কাজে ব্যস্ত থাকি। যার ফলশ্রুতিতে শিক্ষা সফর বা ভ্রমণের তেমন একটি সুযোগ হয়ে উঠে না। তাই সন্তানের পাশাপাশি আমরাও যদি ভ্রমণ করি, তাহলে সন্তানের পাশাপাশি আমাদেরও মেধার বিকাশ ঘঠবে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, আনন্দ করতে গিয়ে যেন কোন দুর্ঘটনার স্বীকার না হই।

অন্যদিকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এম আরিফুল ইসলাম বলেন, এলাকার কোমল মতি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্যই সকলের সহযোগিতায় বিদ্যালয়টি গড়ে তোলা হয়। একটি শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। মনে রাখবেন ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ হলে সেটি সঠিক ভাবে গড়ে তোলার দায়িত্ব্য শিক্ষকদের কিন্তু পাশাপাশি মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন অলিদহ দক্ষিণ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল হক, উপদেষ্টা মন্ডলীর সদস্য দবির উদ্দিন, তাপস চন্দ্র মুন্ডা, আব্দুর রউফ সহ প্রমূখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুজ্জামান ফরহাদ, রিমা খাতুন, শাহানাজ পারভীন এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। পরিশেষে সভার সম্মানিত সভাপতি সকলের সুস্বাস্থ্যে, দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে অভিভাবক ও মা সমাবেশ সমাপ্ত ঘোষনা করেন।

শেয়ার করুনঃ