
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের মধ্য বাড়াই পাড়া (কাচু পাড়া) এলাকায় জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে নূর হোসেন (৬৮) নামের এক নিরীহ ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে । মর্মে হত্যা হওয়া পরিবার বর্গের কাছ থেকে জানা গেছে, এলাকাবাসী জানিয়েছে,মৃত ব্যক্তি সহজ সরল ও নিরীহ ছিলেন। বর্তমানে নুর হোসেন পরিবারে শোকের মাতম চলছে। জানা গেছে নুর হোসেন নামের বেক্তি মর্মান্তিক অসুস্থ মাথা ফাটিয়ে দিয়েছে, তাৎক্ষণিকভাবে তাকে রংপুর হসপিটালে নিয়ে যাওয়ার পথেই মারা যান নুর হোসেন (৬৮) নামের বেক্তি। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পরিবারের কাছে পৌঁছায়নি বলে জানা গেছে।
এলাকার মেম্বার সহ সকলেই এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে (শনিবার -০৩/০২/২৪ইং সকাল বেলা) বলে প্রাথমিকভাবে ও এলাকা সূত্রে জানা গেছে।জাফর গংরা এ দুর্ঘটনার সঙ্গে জড়িত বলে মৃত নূর হোসেনের পরিবারের পক্ষ থেকে অনেকেই মত প্রকাশ করেছেন। বর্তমানে ঐ এলাকায় উলিপুর পুলিশ প্রশাসন প্রকৃত ঘটনা উদ্ধার করতে নিখুঁত তদন্ত চালিয়ে যাচ্ছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।