সরাইলে ট্রাকের ধাক্কায় আব্দুর রাহিম (৫০) নামে এক মাদ্রাসার শিক্ষক মারা গেছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সরাইল- নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের গরু বাজারে সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বালু ভরা ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রাহিম (৫০) গরু বাজারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আব্দুর রাহিমকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক পালিয়ে গেছেন।