
রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু উদ্ধার করা হয়।
শনিবার (৩ফেব্রুয়ারি) র্যাব-১০ এর অপ্স অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান। রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চলিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. পলাশ (১৯), মোহাম্মদ গাজী (১৯) এবং মো. জাহাঙ্গীর হোসেন (১৯)।
আমিনুল ইসলাম বলেন,জঙ্গী,সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২ ফেব্রুয়ারি রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩টি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ শাহবাগসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে