
মুন্সীগঞ্জের শ্রীনগরে কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জিন্নত
আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক গোলাপ খান খোকন, বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম রতন, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপিনাথ দাস, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আব্দুস সালাম, সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমান জনেট সহ বিদ্যালয়ের শিক্ষকরা।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি পুরস্কার তুলে দেয়।