ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ : সাগরিকা ঝলকে সাফে শুভ সূচনা পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :

শিরোপা ধরে রাখার অভিযানটা জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অপর গোলটি পেয়েছেন মিডফিল্ডার মুনকি আক্তার।

কমলাপুর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যার ম্যাচে ৪-২-৪ ফরমেশনে খেলতে নামে বাংলাদেশ। খেলার শুরু থেকেই সাইফুল বারী টিটুর দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ছবি: বাফুফে নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

সুযোগের পর সুযোগ হাতছাড়া। কখনো সেটা নিজেদের ভুলে, আবার কখনো নেপালের রক্ষণের দক্ষতায়। সেই দেয়ালে প্রথম ফাটল ধরালেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোলে অনূর্ধ্ব-১৯ নারী সাফে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয়ের পথ দেখালেন লাল-সবুজ ফরোয়ার্ড।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। আগামী পরশু এই ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে নেপালকে ৩-১ হারিয়ে ভারতকেও পাল্টা বার্তা দিয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। গত বছর এই কমলাপুরেই অনূর্ধ্ব-২০ নারী সাফের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ৮ ফেব্রুয়ারির ফাইনালে। সেই ফাইনালে খেলতে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ বলেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। কোচের চাওয়া পূরণ করে নেপালের বিপক্ষে একপেশে জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।ক্রসবার বাধা না হলে ম্যাচের ৫ মিনিটের মাথায় দলকে দারুণ এক গোল উপহার দিতে পারতেন স্বপ্না রানী। ৩০ গজ দূর থেকে তাঁর ফ্রি কিকের বল ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বলে হেড নেন মুনকি আক্তার। সেই হেড ফেরে নেপালের এক ডিফেন্ডারের গায়ে লেগে।

নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ছবি: বাফুফে নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

দুই মিনিট পরে আরও এক সুযোগ হাতছাড়া করেন মুনকি আক্তার। মোসাম্মৎ সাগরিকার সঙ্গে বল দেয়া নেয়া করে বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশি ফরোয়ার্ড। সেই শট ঠেকান নেপালি গোলরক্ষক সুজাতা তামাং।

১৪ মিনিটে পূজা দাসের কোনাকুনি শটে বল ডান পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ছয় মিনিট পর পূজার আরেকটি শট অল্পের জন্য চলে যায় ক্রসবার ঘেঁষে।

বারবার সুযোগ নষ্টে প্রথমার্ধে বাংলাদেশকে ঘিরে যখন হতাশা বাড়ছিল, তখনই ৪০ মিনিটে স্বাগতিক দর্শকেদের উল্লাসে ভাসালেন সাগরিকা। বল বিপদমুক্ত করতে গিয়ে বাংলাদেশ মিডফিল্ডার স্বপ্না রানীর দিকে শট নেন নেপাল গোলরক্ষক সুজাতা তামাং। হেডে স্বপ্না বল বাড়ান বক্সের সামনে থাকা সাগরিকার দিকে। দুই পাশে নেপালের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে হার মানিয়ে বল জালে পাঠান বাংলাদেশি স্ট্রাইকার।

দুই মিনিট পর ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্বাগতিকদের ব্যবধান বাড়ান মুনকি আক্তার। ৪২ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো ইতি খাতুনের পায়ে তুলে দেন নেপাল গোলরক্ষক। নেপালের গোলপোস্ট তখন ফাঁকা। ইতি বল বাড়ান বক্সে থাকা মুনকির দিকে। ঠান্ডা মাথায় চিপ শটে নেপাল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পোস্টে পাঠান মুনকি।

নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করতে পারত বাংলাদেশ। যোগ করা সময়ে সাগরিকাকে বক্সে ফেলে দেন নেপালের সিমরান রায়, রেফারি বাজান পেনাল্টির বাঁশি। পেনাল্টি নেন বাংলাদেশ গোলরক্ষক আফঈদা খন্দকার। কিন্তু সেই শট আটকে যায় ক্রসবারে। ফিরতি বলে সাগরিকাও শট নিলেন ঠিকই, কিন্তু হার মানানো যায়নি নেপাল গোলরক্ষককে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রানীর ভুলে ব্যবধান কমায় নেপাল। ৫৪ মিনিটে বাংলাদেশের বক্সে বল বাড়ান নেপাল অধিনায়ক সারাহ বজ্রচারিয়া। স্বর্ণা সামনে এগিয়ে এসেছিলেন বল গ্লাভসে নেওয়ার জন্য। বল তার গ্লাভসে যাওয়ার আগেই আচমকা টোকায় বল জালে পাঠান সুকরিয়া মিয়া।

নেপালকে সমতায় ফেরার সুযোগ না দিয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন সাগরিকা। ৫৭ মিনিটে মাঝমাঠ থেকে ইতি খাতুন লম্বা করে বাড়ান সাগরিকার পায়ে। গায়ে লেগে থাকা নেপালি ডিফেন্ডার মায়া মাসকের বাধা পেরিয়ে, গোলরক্ষককে হার মানিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন সাগরিকা।

হ্যাটট্রিকও পেতে পারতেন সাগরিকা। ৮৯ মিনিটে বাঁ প্রান্ত ধরে একাই বক্সে ঢুকে পড়েন তিনি। বক্সে তখন ফাঁকায় দাঁড়িয়ে বদলি খেলোয়াড় নবীরন খাতুন। নবীরনকে সুযোগ না দিয়ে নিজেই কোনাকুনি শট নেন সাগরিকা, কিন্তু নেপাল গোলরক্ষকের গায়ে লেগে সেই শট প্রতিহত হলে হ্যাটট্রিক পাওয়া হয়নি তার।

আগামী রোববার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

শেয়ার করুনঃ