
ডেস্ক রিপোর্ট : নীলফামারীর সৈয়দপুরে গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাধুরবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃরা হলেন- সেলিনা বেগম (৪৬) ও লাইলী বেগম (৬০)। পুলিশ জানায়, ওই দুই নারী গাঁজা বিক্রির উদ্দেশে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে বিক্রি করে আসছিলেন। ওই ইউনিয়নের সাধুরবাড়ী থেকে ৭৫ পুরিয়া গাঁজাসহ সেলিনা আটক করা হয়। অপরদিকে, একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ লাইলীকে আটক করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই নারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।