রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন ফ্রিকোয়েন্সি ও অবৈধ বেতারযন্ত্র সামগ্রীসহ একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গ্রেফতারকৃত আসামি হলো- মো.মিজানুর রহমান (৩৬)।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান র্যাব-১০ এর অপারেশন অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম জানান,বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণ মাদারটেক সরকারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয় যৌথ আভিযানিক দল।
তিনি জানান, তিনি গাজীপুরের গাঁছা থানার দক্ষিণ কলমেশ্বর এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে। অভিযানে তার কাছ থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ফ্রিকোয়েন্সি ও ২৮টি বিভিন্ন মডেলের সেটটপ বক্স,১টি ইনকোডার,১টি রিসিভার,১টি মডুলেটর,২টি এন্টিনা ও ৩টি এলএনবি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত আসামি বেশ কিছুদিন ধরে বিটিআরসির অনুমোদনবিহীন ফ্রিকোয়েন্সি ও বিভিন্ন বেতারযন্ত্র সামগ্রী স্থাপন করে বিদেশি স্যাটেলাইট থেকে বিভিন্ন চ্যানেল ডাউন লিংক করে গ্রাহকের কাছ থেকে বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
সে সঙ্গে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে