
রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে সারবাহী একটি ট্রাক থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- মো. রিজু মিয়া(৩০), মো. রিফাত ইসলাম (২২), মো. রিপন মোল্লা (৩২)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি শিহাব করিম।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে মাদকের একটি চালান ঢাকায় নিয়ে আসছে তিন কারবারি। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় কৃষি হর্টিকালচার সেন্টারের সামনে চেকপোস্ট বসায় র্যাব-২। পূর্বের গোয়েন্দা তথ্য অনুযায়ী সারবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকটির ভেতরের বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার কার হয়।
গ্রেফতার মাদক কারবারিরা পণ্যবাহী ট্রাকে করে সার ও বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদক বহন করত।তারা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা কিনে ঢাকায় এনে বিক্রি করত।
গ্রেফতারকৃত আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে