
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের বিরামপুর আদর্শ হাইস্কুলের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করিম শামীম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মকছেদ আলী চৌধুরী, অভিভাবক ও মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার শাহীনুর ইসলাম, অধ্যাপক সারোয়ার রাশেদ, সাংবাদিক অধ্যাপক এসএম আলমগীর প্লেটো, আলহাজ্জ আনোয়ার হোসেন, মজনুর রশীদ, কামারুজ্জামান, রায়হান কবীর, মামুনুর রশীদ, আসমাউল হুসনা ও মোস্তারী পারভীন প্রমূখ।
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জাকির হোসেন।