ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শিশুস্বাস্থ্য সেবাদানে নকলা উপজেলা স্বাস্থ্যবিভাগ তৃতীয়

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের মধ্যে ২০২৩ সালে শিশুস্বাস্থ্য সেবাদানে তৃতীয় স্থান ও মাতৃস্বাস্থ্য সেবাদানে পঞ্চম স্থান অধিকার করেছে। এই সু-খবরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী আজ আনন্দিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (NNS) কর্তৃক ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত, National Annual Progress Review of Maternal and Child Nutrition Services (DLRs 13.4 and DLRs 14.4 ) DLI score card অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নকলা উপজেলা স্বাস্থ্য বিভাগ সারা বাংলাদেশের মধ্যে শিশুস্বাস্থ্য সেবাদানে তৃতীয় স্থান এবং মাতৃস্বাস্থ্য সেবাদানে পঞ্চম স্থান অধিকার করায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা নির্বাচক মন্ডলীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে জানান, এই প্রাপ্তি একদিকে নকলা স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলের যেমন উৎসাহ বাড়িছে, অন্যদিকে এতে সবাই অনুপ্রেরণিত হলেন। এই সম্মান নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সবার নিজ নিজ কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিলো বলে তিনি মনে করেন। যে বা যারা উৎসাহ উদ্দিপনা দিয়ে এই অর্জনে সহায়তা করছেন তাদেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা তাঁর অনুভূতি প্রকাশ করে ফেইসবুকে এক পোস্টের মাধমে বলেন, সারাদেশের মধ্যে শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশুস্বাস্থ্য সেবাদানে তৃতীয় স্থান ও মাতৃস্বাস্থ্য সেবাদানে পঞ্চম স্থান অধিকারের বিষয়টি আমাদের নকলা উপজেলা স্বাস্থ্য বিভাগের জন্য অত্যন্ত সম্মানজনক। এই অর্জনের নেপথ্যে বছর ব্যাপী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকের প্রতি রইলো উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন। বিশেষ করে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), মেডিকেল অফিসার (আইসিটি) গনের সঠিক বিশ্লেষণ, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সকলের প্রানান্ত প্রচেষ্টা ও যাদের জন্য আজ বছর শেষে এ অর্জন উপজেলার সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) গণ, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (নিউট্রিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ) কৃষ্ণ পাল-এঁর নাম উল্লেখযোগ্য। এছাড়া যারা সারা বছর অনেক অনেক পরিশ্রম কষ্ট করে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে বছর ব্যাপী সেবা প্রদান ও নির্ভুল ডাটা প্রদান ও উপস্থাপন করে গেছেন তাদের সকলের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।

শেরপুর জেলার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য-এঁর নির্দেশনা ও পরামর্শে নকলা উপজেলা স্বাস্থ্য বিভাগ আজ দেশ সেরার তালিকায় স্থান করে নিতে সমর্থ হয়েছে। এটি নকলা উপজেলা ও শেরপুর জেলার প্রাপ্তি বটে। আগামী বছর গুলোতেও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য-এঁর নির্দেশনা ও পরামর্শক্রমে নকলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগন তাদের কাজের মাধ্যমে আরো ভালো কিছু উপহারের সুসংবাদ নিয়ে আসতে পারবেন বলে তিনি আশাবাদী। ভবিষ্যতে স্বাস্থ্য সেবার এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে উপজেলা স্বাস্থ্য বিভাগের সুনাম ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।

শেয়ার করুনঃ