
বগুড়ার সদরে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এনায়েতপুর কান্দিয়া এলাকার মো.আশরাফুল ইসলাম (৩৬)।
শুক্রবার ( ২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.শামছুল আলম।
তিনি জানান, বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল নামক স্থানে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে বগুড়াগামী একটি বাস যাহার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১৩-০৭২২এর যাত্রী মো. আশরাফুল ইসলাম (৩৬) এর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে