
ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় বেন্ড সঙ্গীত গ্রুপ “ব্যান্ড অচিন” সঙ্গীত গোষ্ঠির ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার পহেলা ফেব্রুয়ারী সন্ধ্যায় অচিন বেন্ডের আয়োজনে স্থানীয় শ্রমকল্যান কেন্দ্র মাঠে বেন্ড সঙ্গীত গ্রুপ “বেন্ড অচিনের ” ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।
অচিন বেন্ডের ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের
শুরুতেই কেক কেটে বর্ষপূর্তির শুভ সুচনা করেন প্রদান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বেন্ড অচিনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
কেক কেটে বর্ষপূর্তির শুভ সুচনার পর অচিন বেন্ডের সদস্যরা উপস্থিত দর্শকদের মাঝে তাদের দলীয় সদস্যদের নিয়ে সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত দর্শকদেন মাঝে। তাদের গানের তালে তালে উপস্থিত দর্শকগন নেচে গেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাদল,জাতীয় পার্টির নেতা উজ্জ্বল, বিভিন্ন ইউনিয়নের লোকজন ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বেন্ড অচিনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করেন বেন্ড অচিনের সদস্যরা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক বাবুল সিকদার।