ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

সব মেয়েরা আমার মেয়ে,কেউ উত্যক্ত করলে ছাড় দেওয়া হবেনা: মুক্তা ধর

সব মেয়েরা আমার মেয়ে। আমার মেয়েদের কেউ হয়রানি, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর।

বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) পুনাকের আয়োজনে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে “সচেতন রই সাইবার স্মার্ট হই” স্লোগানকে প্রতিপাদ্য করে সাইবার ক্রাইম ও ইভটিজিং বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এসময় স্কুলগামী শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। সেই সঙ্গে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশনাও দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তা ধর বলেন, আমার কোনো মেয়ে নেই, আজ থেকে এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী পুলিশ সুপারের মেয়ে।

এ সময় তিনি সকল শিক্ষার্থীদেরকে পুলিশ সুপারের মেয়ে পরিচয় দিতে আহ্বান করেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সম্মানীত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে তাদেরকে ফেসবুক ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করেন। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য আহ্বান করেন।

তিনি বলেন, আমার মেয়েদের কেউ হয়রানি করলে, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নোত্তর পর্বে প্রাপ্ত অভিযোগের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকদের মাঝে জেলার সকল থানার গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের জরুরী সেবা-৯৯৯ এ জরুরী প্রয়োজনে কল করার জন্য গুরুত্বারোপ করেন। সকল থানা এলাকায় স্কুল/কলেজ শুরু ও শেষের সময় নিয়মিত টহল ডিউটি বৃদ্ধির নির্দেশ প্রদান করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন। এছাড়াও কর্মশালায় খাগড়াছড়ি জেলার পুলিশের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ