
ডেস্ক রিপোর্ট : দিনাজপুরে জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসবের স্টল বরাদ্দে অনিয়মের বিষয়ে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিন আরা পারভীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে নারী উদ্যোক্তারা।বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা।
এর আগে, বুধবার তার বিরুদ্ধে জিডি করেন নারী উদ্যোক্তা মানতাসা। এ ছাড়া গত ২৮ জানুয়ারি কালচারাল অফিসার মিন আরা পারভীনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন নারী উদ্যোক্তারা।
মানববন্ধনে উদ্যোক্তারা বলেন, দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় পিঠা ও লোক সংস্কৃতিক উৎসব চলছে। জাতীয় পিঠা ও লোক সংস্কৃতিক উৎসবের জন্য ২২ স্টলের মধ্যে ১৮টি স্টলই স্বজনপ্রীতিমূলক একটি গ্রুপের অনুকূলে ১৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। যারা উদ্যোক্তা না তাদেরও দেওয়া হয়েছে। ‘আমরা উত্তরবঙ্গের উদ্যোক্তা’ গ্রুপসহ অন্যান্য একাধিক গ্রুপের সিনিয়র উদ্যোক্তারা আবেদন করলেও কোনো স্টল বরাদ্দ পাননি।
‘আমরা উত্তরবঙ্গের উদ্যোক্তা’ গ্রুপ অফিসার মিন আরা পারভীনের বিরুদ্ধে স্টল বরাদ্দে অনিয়মের বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা মানতাসা রহমান, ফাতেমা বেগম মুক্তি, আশা মনি, পুতুল, বকুল, আজবীর, ফারজানা প্রমুখ।