ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

কুমিল্লায় ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবী : পরে হত্যা

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বারে অপহরণের পর মুক্তিপণ নিয়ে মুছা আলী (৪০) নামে এক ব্যবাসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাগুর বাসস্ট্যান্ডের উত্তর পাশের এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মুছা আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া গ্রামের বাসিন্দা। তিনি রোহিঙ্গা ক্যাম্পে জুতা ও কাপড়ের ব্যবসা করতেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে তাঁর শ্বশুরবাড়ি।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফোনকল পেয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন মুছা। রাত ৯টার দিকে মুছার নম্বর থেকে তাঁর স্ত্রী রাজিয়াকে ফোনকলে জানানো হয়, তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। টাকা দিলে ১০ মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া হবে। পরে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন খবর পান, মুসাকে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কয়েকজন যুবক মুসাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাজিয়া জানান, তাঁর স্বামী ঢাকা ও কুমিল্লা থেকে কাপড়, জুতা ও কসমেটিকস নিয়ে কক্সবাজারের উখিয়ার জামতলা রোহিঙ্গা ক্যাম্পের পাশের দোকানে বিক্রি করতেন। বুধবার রাতে সোহেল নামের একজন পরিচিত ব্যক্তির ফোনকল পেয়ে বাসা থেকে বের হন।

রাজিয়া আরও জানান, যারা তাঁর স্বামীকে আটক করেছিল তারা প্রথমে ১০ লাখ টাকা চেয়েছিল। পরে এক আত্মীয়ের মাধ্যমে বিকাশে ৩০ হাজার টাকা পাঠানোর পরেও তাঁর স্বামীকে হত্যা করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গত রোববারও কুমিল্লার আদালতে একটি মাদক মামলার হাজিরা ছিল মুছার।

ওসি আরও বলেন, ঘটনায় জড়িতরা মুছার পূর্বপরিচিত ছিল বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক কিংবা আর্থিক বিরোধ থাকতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ