
কুমিল্লার দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো.আলাউদ্দিন (২৮)।
তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গোপালনগর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ) সকাল ৯ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো.খায়রুল আলম।
তিনি জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি লোকাল যাত্রীবাহী হায়েছ মাইক্রোবাস তল্লাশী করে এক যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই যাত্রীকে আটক করতে সক্ষম হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
ডিআই/এসকে