
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ জানুয়ারি) রাতে শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামের ওই ঘটনা ঘটে। নির্যাতিতা ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতার স্বজনরা জানায়, বুধবার রাতে রয়েড়া গ্রামের খালপাড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গ্রামের রিয়াজুল ইসলাম ঘরের দরজা ভেঙে ওই নারীর ঘরে প্রবেশ করে। রিয়াজুলের সঙ্গে থাকা মানি নামের আরেক যুবক নির্যাতিতার ১৩ মাস বয়সী মেয়েকে নিয়ে বাইরে চলে যায়। পরে রিয়াজুল তাকে ধর্ষণ করে। পরিবারের সদস্যদের বিষয়টি জানালে রাত ২টার দিকে ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ও তার স্বজনরা।