
নরসিংদীর রায়পুরায় স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা’- এর অফিস উদ্বোধন করা হয়েছে ।আজসোমবার(২৩ অক্টোবর) বিকেলে পৌর রায়পুরা বাজার এলাকায় অফিস উদ্বোধন করা হয়।
এ সময় উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক রাজু আহমেদ। আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ পরিচালক বিপুল কুমার গোস্বামী, পৌর ওয়ার্ড কমিশনার মো মোকাররম মিয়া, চরসুবুদ্দি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সংগঠনের সভাপতি মো আশরাফুল হক, সাধারণ সম্পাদক মো মশিউর রহমান শাহিন, মো নাজমুল ইসলাম প্রমূখ।
সংগঠনের সম্পাদক মো মশিউর রহমান শাহিন জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ইতোমধ্যে মাদক বিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ রোধে প্রশাসনকে সাহায্য, গরীব আসহায় রোগে অসুস্থ, দুস্ত দের সহায়তা, মেধাবী গরীব আসহায় শিক্ষার্থীদের সহায়তা ঈদ উপলক্ষে দুস্থদের সাহায্যসহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছি। কাজের পরিধি বৃদ্ধির জন্য সংগঠনের একটি অফিস অতি জরুরি। সবাইকে পাশে পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করে যাব।