
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অদৃশ্য কারনে স্থগিত করায় প্রতিবাদ সভা করে অভিভাবক সদস্য, সভাপতির প্রার্থীসহ এলাকাবাসী।
গত বুধবার বিকেল ৪ টায় স্কুলের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সভাপতির প্রার্থী হারুন অর রশিদ, শুকলাল ওঝা,মাখন লাল রায়,সুভাষ রায়, অভিভাবক সদস্য ইউপি সদস্য মোঃ শাহীন হাওলাদার, দুলাল শেখ,বিমল বৈদ্য,উত্তম বাড়ৈ,সুফিয়া বেগম,অভিভাবক অমিয় বিশ্নাস অমলসহ স্থানীয় অর্ধ শত লোকজন। সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন এর সাক্ষরিত নোটিশ এর মাধ্যমে ৩১ জানুয়ারি দুপুরে সভাপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
সে অনুযায়ী সকল প্রার্থী ও ভোটাররা স্কুল সভাকক্ষে উপস্থিত হন। এরপর শিক্ষা কর্মকর্তা ফোন করে বিকেল ৩ টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে স্কুল কর্তৃপক্ষকে জানান।পুনরায় বিকেল ৩ টার দিকে স্কুল সভাকক্ষে ভোটার ও স্থানীয়রা জড়ো হয়। হঠাৎ করে শিক্ষা কর্মকর্তা স্কুল প্রধান শিক্ষককে পরবর্তীতে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ছাফ জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে সকলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ সভা করে।
এ ব্যপারে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হাওলাদার জানান অদৃশ্য কারনে নির্বাচন স্থগিত করা উদ্দেশ্য প্রনোদিত মনে হচ্ছে এবং ষড়যন্ত্র হতে পারে। তারিখ নির্ধারণ করে স্থগিত করা ঠিক নহে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরশিৎ বিশ্বাস মুখ খুলেতে রাজি নন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান, পরবর্তিতে পূনরায় তারিখ নির্ধারণ করে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন জানান বিষয়টি নিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্দেশ দিয়েছি। উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু জানান,আইনগত জটিলতা না থাকলে নির্বাচন বানচাল করার সুযোগ নেই। উল্লেখ্য ১৮ জানুয়ারি শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছিলো।