
রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ব্রিজের সামনে বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহতের ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার চালকের নাম মো. ইয়াছিন(৩৭)। গতকাল তাকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়।
সোমবার ( ২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।
তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজি মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। সিএনজিটি বসিলা ব্রিজ থেকে নামার পরপরই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহত যাত্রী মো. সেলিমের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চালক এবং হেলপারকে আসামি করে মোহাম্মদপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।
শিহাব করিম আরও বলেন, এই ঘটনায় মামলা দায়েরের পরে র্যাব-৩ ঘাতক চালকে গ্রেফতারে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ গতকাল অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে চালক ইয়াসিনকে গ্রেফতার করা হয়।
চালকের বরাত দিয়ে শিহাব জানান, গ্রেফতার ইয়াসিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকার চেষ্টা করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবে এই কর্মকর্তা।
ডিআই/এসকে