
ডেস্ক রিপোর্ট : গাঁজাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নয়াগোলা মোড়ে গাঁজা বণ্টনের সময় তাদের আটক করা হয়। তারা সবাই মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মনিরুল, একই এলাকার শামসুল আলমের ছেলে হিমেল আলী, রুকুলের ছেলে জুবায়ের হোসেন, তহুরুল ইসলামের ছেলে আহাদ আলী, আব্দুল মালেকের ছেলে আলামিন ইসলাম, নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর মহল্লার মৃত আব্দুল গাফফারের ছেলে আলিউল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম, নাচোলে উপজেলার পাহাড়পুর মমিন পাড়া এলাকার লদু আলীর ছেলে আলম।