
পঞ্চগড়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি’র পঞ্চগড় জোনাল অফিস কতৃক বিদ্যুতায়নের বিপরীতে চলছে বৃক্ষনিধন। দুর্নীতিতে স্বয়ংসম্পূর্ণ এই পল্লী বিদ্যুৎ সমিতি এবার নেমেছে নির্বিচারে বৃক্ষনিধন অভিযানে। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নে চলাচলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমরখানা- বোর্ড বাজার সড়কের উপর দিয়ে বিদ্যুৎতের নতুন লাইন নির্মাণ করা হয়েছে। যা সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে।
সড়কের উপর আঁকাবাঁকা এই লাইন নির্মাণের জন্য নির্বিচারে সড়কের গাছ কেটে ফেলা হচ্ছে। এ সময় স্থানীয়রা জানান, রাস্তার দুই পাশে ফাঁকা ফসলের মাঠ থাকা সত্যেও রাস্তা উপর দিয়ে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। আঁকাবাঁকা লাইন নির্মাণ করে একদিকে নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে অপরদিকে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনছে। ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, ফেডারেশন এই গাছের মালিক। আমরা স্থানীয়রা এর উপকার ভোগী। দীর্ঘদিন পরিচর্যা করে অতি কষ্টে এই গাছগুলো আমরা বড় করেছি। তারা অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে। গাছ কাটার বিষয়ে আমাদের সাথে তারা কোন আলোচনা না করে স্থানীয়দের হুলিয়া করে দিয়েছে। যে যার মতো করে গাছের ন্যায় ডালপালা গুলো কেটে নিয়ে গেছে। পল্লী বিদ্যুতের লোকজন গাড়িতে বসে বিশ্রাম করছে। আর এদিকে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। কথাও পুরো গাছ কেটে ফেলা হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। আমরা পল্লী বিদ্যুত কর্মীকে আমাদের অফিসে নিয়ে যাচ্ছি । ইতিমধ্যে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। এ সময় উপস্থিত স্থানীয়রা বলেন, বিদ্যুৎতায়নের বিপরীতে তারা সাধারণ মানুষকে লুটেপুটে খাচ্ছে। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছে। এছাড়া ১০/২০ হাজার টাকা করে নিয়ে একজায়গার খুঁটি অন্য স্থানান্তর, ভুয়া বিদ্যুৎ বিল তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি, একই লাইন দুদিন পর পর পরিবর্তন করে রাষ্ট্রের ক্ষতি সাধন, অপরিকল্পিত বিদ্যুৎ লাইন নির্মাণ করে নির্বিচারে বৃক্ষ নিধন ছাড়াও সাধারণ মানুষকে হয়রানি করছে তারা। সুষ্ঠু তদন্ত সাপক্ষে পল্লী বিদ্যুত সমিতির অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকলেই। এ বিষয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত সমিতি জোনাল অফিস পঞ্চগড় এর ডেপুটি জেনারেল মেনাজার মোঃ গোলাম রব্বানি বলেন, এই বিদ্যুৎ লাইন ইতিপূর্বে দুই বার বাতিল হয়েছে। আপনারা এসব বিষয়ে যদি বেশি বুঝতেন তবে আপনারাও ইঞ্জিনিয়ার হতেন।