
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর সকল স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ উৎসব শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণের মধ্য দিয়ে এই উৎসব শুরু করা হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ দিনটিকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারই অংশ হিসেবে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১১ লাখ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
ডিআই/এসকে