ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ঝালকাঠিতে সূর্যের দেখা নেই তীব্র শীত, জনজীবনে দুর্ভোগ

ঝালকাঠিতে মধ্যে রাত থেকে বৃষ্টি। সকাল থেকে কোথায়ও সূর্যের দেখামেলেনি কুয়াশায় ছিলো ঢাকা। তীব্র শীতের জনজীবনে দুর্ভোগ।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে কোথায়ও সূর্যের দেখামিলেনি। আকাশ মেঘলা কুয়াশায় ঢাকা সারাদিনে সূর্যের দেখা নেই। মধ্যে রাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ছিলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এর ফলে বেড়ে গেছে শীতের তীব্রতা। তীব্র শীত আর বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

ঘনকুয়াশা থাকার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাটে মানুষের চলাচল কমেগেছে। অনেক জায়গায় মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে।

অটোরিকশা চালক আল-আমিন বলেন, রাত থেকে বৃষ্টি পড়ায় ও সূর্য না ওঠায় শীতের তীব্রতা বেরে গেছে। সকালে উঠছিলাম অটোরিকশা নিয়ে বের হবো রাস্তায়। বৃষ্টি আর ঘনকুয়াশা থাকার কারণে বের হয়নি এতে রাস্তায় মানুষ পাবো না শুধু শুধু শীতে কষ্ট করতে হবে। আজকে মনে হয় সারাদিনে বেশি একটা টাকা আয় করতে পারবো না। বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে আমার পরিবার নিয়ে বেঁচে থাকতে খুব কষ্ট হয়ে যাচ্ছে।

দিনমজুর মো. কামাল হাওলাদার বলেন, সকালে বৃষ্টি আর ঘনকুয়াশা থাকায় কাজে যাইনি। যে ঠান্ডা পরে মেঘলা বৃষ্টি পরে সূর্যের দেখা নাই এতে কাজে গেলে অসুস্থ হয়ে যাবো। আবার কাজে যেতে না পারলেও সংসার চালাতে কষ্ট হয়। আমরা দিন আনি দিন খাই। একদিন কাজ করতে না পারলে পরদিন চলতে খুব কষ্ট হয়। বর্তমানে বাজারে জিনিসপত্রের যে দাম তাতে এরকম চলতে থাকলে যারা আমাগো মতো যারা দিনমজুর তাদের অবস্থা খুবই খারাপ হবে। না খেয়ে ঘরে বসে থাকতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে বুধবার মধ্যে রাত থেকে বৃহস্পতিবার মধ্যে রাত পর্যন্ত বৃষ্টি হতে পারো। বরিশালে আজ তাপমাত্রা সর্বোচ্চ ২২. ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬. ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুনঃ