
হবিগঞ্জের মাধবপুরে ১ মন গাঁজা সহ রমযান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে থানা পুলিশের একটি অভিযান টিম মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের নাসিরনগর মূখী সংযোগস্থলে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা থেকে ১ মন গাজাঁ সহ রমযান আলীকে গ্রেফতার করেন৷ গ্রেফতারকৃত রমযান আলী ৫ নং আন্দিউড়া ইউপির হাড়িয়া পূর্ব পাড়া গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে।
একটি বিশ্বস্ত সুত্রে জানা যায়, কুড়ার বস্তায় ভরে অভিনব কায়দায় গাঁজা পাচারকারী রমযান আলী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সু কৌশলে মাদক পাচার করে আসছে । তার বিরুদ্ধে গরু চুরি সহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করতে র্যাব ও বিজেবি অভিযান চালিয়েছিল।
ওসি রকিবুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রকৃয়া চলমান ।