
ডেস্ক রিপোর্ট : রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় হুমায়ুন (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে কাঁচাবাজার এলাকায় কাজ করতো বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
বুধবার দুপুরে কাঠপট্টি এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। সে সময়ে হুমায়ুন অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।