
কনকনে শীতের রাতে কেউ কেউ কাঠ আর পলি পুড়িয়ে আগুন পোহাতে ব্যস্ত। আবার কেউ কেউ শীতে প্লাটকের বস্তা মুরিয়ে শুয়ে ঠান্ডায় কাতর। ঠিক ওই সময় তাদের ঠান্ডা গায়ে গরম কম্বল দিয়ে দেন ডিএমপির ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
রাজধানীর মগবাজার ও রমনা এলাকায় সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ কম্বল বিতরণ করে তিনি। এসময় ওসি নাসিরের সঙ্গে ছিলেন গুড হ্যান্ডস গ্রুপ লি. এর পরিচালক রহমত খান জয়সহ।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে ভাষানটেক থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার একজন মানবতার ফেরিওয়ালা। তার মানবিক কাজ দেখেই আমি এমন কাজের উৎসাহ পেয়েছি।’
ওসি নাসির বলেন, ‘সারা দিন কাজের পর রাতে একটু সুযোগ পেলেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করি। তখন আর্তনিপীড়িত, অসহায়, দুস্থ ও পশুশিশুদের কনকনে শীতের রাতে তাদের কষ্ঠ, দুর্দশা দেখে আমি এই উদ্যোগ নেই।’
তিনি বলেন, ‘আমি শীতের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি। এখন পর্যন্ত করে যাচ্ছি। আগামীতেও চেষ্টা করে যাবো।’
ডিআই/এসকে