
ডেস্ক রিপোর্ট : কলকাতার ইষ্টবেঙ্গলে অভিষেক হল বাংলাদেশী ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার। তিনি হলেন ইষ্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের প্রথম বিদেশী নারী। মঙ্গলবার বাংলাদেশের মাটিতে স্পোর্টস ওড়িশার বিপক্ষে ইষ্টবেঙ্গলের হয়ে খেলছেন সানজিদা আক্তার।
মনে করা হচ্ছে সানজিদা খেলে বাংলাদেশের হয়ে সুনাম নিয়ে আসতে পারবে। সানজিদা বলেছেন, আমার দল আছে ৫-৬ নম্বরে, জাতীয় দলেরও কেউ নেই। আমি নারী দলের মধ্যে প্রথম ডাক পেয়েছি। আমি আমার সেরাটা দিয়ে সাফল্য আনার চেষ্টা করব।’
অন্যদিকে চলতি লিগে কিকস্টার্ট এফসিতে খেলছে বাংলাদেশের মহিলা ফুটবলার সাবিনা খাতুনও। আগামী ৫ ই ফেব্রুয়ারি মাঠে একসঙ্গে নামবে সানজিদা আক্তার এবং সাবিনা খাতুন। ইষ্টবেঙ্গল ক্লাবে বাংলাদেশের ফুটবলারদের প্রথম পা পড়েছিল ১৯৮৬ সালে। সেইসময় ওয়াসিম ইকবাল ও শেখ মোহাম্মদ আসলাম এই দুজন বাংলাদেশের খেলোয়ার খেলেছিল ইষ্টবেঙ্গলের হয়ে। এরপর ১৯৯২-৯৩ সালে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার শেখ আসলাম, মোনেম মুন্না, রুমি, গাউসরা। এবার সেই তালিকায় নাম লেখালেন সাবিনা খাতুন। এখন দেখার সাবিনা তাঁর অভিষেক ম্যাচে কেমন খেলবেন? এখন সবার নজর ৫ ই ফেব্রুয়ারি দিকে।
১৯৭১ সালের পর বাংলাদেশের অষ্টম ও প্রথম নারী হিসেবে ইস্ট বেঙ্গলে খেলছেন সানজিদা।