
মাদক মামলায় ১০ বছরের সাজা ঘোষণার পর থেকে পালিয়ে থাকা আসামি রাজীব শেখকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক মামলায় ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও কুখ্যাত মাদক কারবারি মো. রাজীব শেখ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায়, রাজীব শেখের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ২০১৫ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা দেন। রায় ঘোষণার পর থেকেই রাজীব নিজ এলাকা ছেড়ে পলাতক জীবনযাপন করে আসছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
ডিআই/এসকে