ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন আলহাজ্ব হাফেজ আলতাফ হোসেন। তিনি বিপদ মুক্ত রাস্তা চাই (বিএমআরসি) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।
সরাইল উপজেলার কুট্রাপাড়া গ্রামের এই সন্তান ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তাছাড়া তিনি রাজধানী ঢাকার চকবাজারের একজন সফল ব্যবসায়ী হিসেবেও মানুষের কাছে সুপরিচিত। সরাইল উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে সরাইলের মাদক ও দাঙ্গা বিরোধী সংগঠন "হৃদয়ে সরাইল" এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, সামাজিক ও সাংস্কৃতিক ক্লাব ইত্যাদিতে অনুদান ও সহযোগিতা করে থাকেন। ইতিমধ্যেই গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন তরুণ নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তৃণমূলের ভোটাররা চায় আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করি। তাই আমি আমার প্রার্থীতা ঘোষণা করেছি।
তিনি আরো জানান, নির্বাচিত হলে সরাইল উপজেলাকে মাদক ও দাঙ্গা মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করার দরকার তা করার চেষ্টা করব। এ সময় সরাইল উপজেলার সর্বস্তরের সকল আলেম-উলামা, জন সাধারণের নিকট দোয়া ও একান্ত সহযোগিতা কামনা করেন।