
দিনাজপুরের ঘোড়াঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনীই সমৃদ্ধি এই
প্রতিপাদ্য নিয়ে ৩০ ও ৩১ জানুয়ারী ২দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞানমেলা ও ৮ম বিজ্ঞান ◌্অলিম্পয়াড ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। এরউদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও যাদুঘর এর তত্ত্বাবধানে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায়◌্অনুষ্ঠিত হয়। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা র্নিবাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মো. আজিুজর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টুসহ অনেকে। এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪১টি স্টল স্থান পায়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরির্দশন করেন অতিথিরা।