
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরালকান্দি শেখ হাসিনার রোডে তিতাস নদীর ব্রিজের উপরে গত রবিবার ২২/১০/২০২৩ সন্ধ্যায় ছিনতাইকারির হাতে গুরুত্ব আহত ছিনতাই করে পকেটে থাকা নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় এলোপাথাড়ি ছুরি আঘাত করে গুরুতর অবস্থায় মোহাম্মদ সিয়াম নামে এক যুবকে।
এলোপাতাড়ি ছরি আঘাতে গুরুতর আহত মোহাম্মদ সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ সদ্যা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
ব্রাহ্মণবাড়িয়া টি, এ রোডে আপু মোবাইল কোম্পানির শোরুমে চাকরি করতেন এ সময় তার হাতে মোবাইলসহ শোরুমের মোবাইল বিক্রি টাকা ছিল ছিনিয়ে নিয়ে যাই দুর্বৃত্তরা। তারা হলেন কান্দিপাড়া মাইমল পাড়ার আক্কাস মিয়ার ছেলে হোসাইন মিযা, ইমতিয়াজ কান্দিপাড়া সহ আরো কয়েকজন ছিনতাইকারী তার ওপর আক্রমণ করেন চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মামলা রোজো করতে পারেনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়।