
কুড়িগ্রামে চুরির ৪ ঘন্টার মধ্যে চোরাই অটো মিশুক উদ্ধারসহ ১২ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো.রুহুল আমীন।
তিনি বলেন,কুড়িগ্রামের উলিপুর তবকুর এলাকায় বসতবাড়ি হতে চুরি হওয়া অটো মিশুক গাড়ি মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে উদ্ধারসহ চুরি ও মাদকসহ পূর্বের ১২ মামলার আসামি চোরকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
গত( ২৮ জানুয়ারি ) রাতে উলিপুর তবকপুর এলাকার এরশাদুল হক এর বসত বাড়ি থেকে ১ টি অটো মিশুক গাড়ি চুরি হয়। এই সংক্রান্তে থানায় মামলা রুজু হওয়ার পর উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম ০৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে চোরাই চক্রের মূল হোতা ১২ মামলার আসামি শরিফুল ইসলাম কে গ্রেফতার ও তার হেফাজত হতে অটো মিশুক গাড়িটি উদ্ধার করে।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত শফিকুল কুড়িগ্রাম জেলার কুখ্যাত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে উলিপুর ও চিলমারী থানায় পূর্বের ১২ টি চুরি ও মাদক মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
কুড়িগ্রাম জেলায় সংঘটিত অপরাধ দমন ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে