
জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুরের কালিয়াকৈর রেজা সাঈদ আল মামুন (৫৩) নামের এক সরকারি কলেজের শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র্যাব-১ এর চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলো, কালিয়াকৈর উপজেলার সাজনধরা গ্রামের মৃত আফাজ উদ্দিন ছেলে মজিবর (৫০), তার দুই ছেলে মো. সুমন (২৮) ও মো. সিজান (২০)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) গাজীপুর র্যাব -১ এর কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন এতথ্য জানান।
তিনি বলেন, কলেজশিক্ষককে হত্যার ঘটনায় তার স্ত্রী হাসিনা আক্তার (৪৫) বাদী হয়ে গাজীপুরের কালিয়াকৈর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ভিত্তিতে পলাতক আসামিদের গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ২৮ জানুয়ারি বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাজনধরা গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক রেজা সাঈদ আল মামুন তার ফসলি জমিতে কাজ করার সময় তার ভাই, ভাতিজার লাঠি, দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
কমান্ডার মেজর ইয়াসির আরাফাত বলেন, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন গ্রেফতার আসামিরা। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়েছে।