প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ
ফরিদপুরে ফেনসিডিলসহ আটক ২

ফরিদপুরে মধখালিতে অভিনব কায়দায় মোটরসাইকেল ফেনসিডিল বহন কালে
দুই মাদক কারবারিকে ১৫২পিস ফেনসিডিল সহ গ্রেফতার করেছে র্যাব ১০।
এই সংক্রান্তে ফরিদপুর র্যাব ১০ এর অধিনায়ক
কে এম শাইখ আকতার জানায়,গতকাল সোমবার বিকালে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
ফরিদপুর জেলার মধুখালী থানার সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মোঃ জাবেদ আলী (৩৮), পিতা-মোঃ আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ও বাক প্রতিবন্ধি মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা-মোঃ নবী মিয়া, সাং-পুরাতন বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে আনুমানিক ৪,৫৬,০০০/-টাকামূল্যমানের ১৫২ বোতল ফেনসিডিল সহ মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি ব্যাগ ও ৩টি মোবাইল ফোন সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.