
মিরসরাই থানার ২০০ গজের মধ্যে তালা কেটে তামরিজ মিডিয়া নামের একটি মোবাইল ফোনের দোকান চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে মিরসরাই পৌরবাজারের থানা মসজিদ মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলায়েত হোসেন জাগো নিউজকে জানান, তার দোকানে তালা কেটে ৪০টি মোবাইল ফোন, ৫০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, নগদ ১০ হাজার টাকা, মোবাইল চার্জার, সাউন্ড বক্স, বিভিন্ন ব্র্যান্ডের চার্জারসহ মোবাইলের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক নুর উদ্দিন জানান, এটি খুবই দুঃখ জনক ঘটনা। থানার এতো নিকটেই দোকান চুরি হওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, চুরির বিষয়ে অবগত নই। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। খোঁজ খবর নেওয়া হবে।