
ডেস্ক রিপোর্ট : ‘নলেট মিটস্ টিমওয়ার্ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে সোমবার (২৯ জানুয়ারি)। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের একটি দল। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন, তামান্না হোসাইন মিম, খান সাদ ইবনে রেজা ও তৌহিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের মোট ১৬৯টি টিমকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।আয়োজক সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজিত করে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতায় ১৭০ টিম নিয়ে অনুষ্ঠিত হয় ১ম রাউন্ড। এদিন বেলা ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগের চলতি পরিচালক মো. মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। আর ১৭০ টিমের মধ্যে ২২ টিমের সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি।সংগঠনের সদস্যদের থেকে জানা যায়, ২২ টিম থেকে টপ ৩ টিম নিয়ে ২৯ জানুয়ারি বেলা ৫ টায় ইভেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে ১৫ টি প্রশ্ন উত্তরের মাধ্যমে সর্বোচ্চ নম্বর সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় এগ্রোটেকনলজি ডিসিপ্লিনের দল। এছাড়া প্রথম রানার্সআপ হয়েছে অর্থনীতি ডিসিপ্লিনের ‘টিম সিলভারমুন’। ওই দলের সদস্যরা হলেন রত্না দত্ত, প্রসেনজিৎ মজুমদার, এস এম জুনায়েদ। তৃতীয় স্থান দখল করে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নিরব কুন্ড, রীতু বিশ্বাস ও শাহারিন ফারজানা। এ বিষয়ে খুবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি এ.এস.এম আল ইমরান বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতিযোগিতার ভীতি দূর করে আত্নবিশ্বাসী করে তুলতে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন। এটা প্রতিবছরই আয়োজন করা হবে।