
রাজধানীতে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রূপা উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম রুবেল দাস। সোমবার সকালে কমলাপুরের হরিজন কলোনীর একটি ঘর থেকে রুবেল দাসকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধায় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.জাফর হোসেন।
তিনি বলেন, গত ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ২৪ জানুয়ারি সকাল পৌনে দশটার মধ্যে বংশালের হরিজন কলোনির একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। এ ঘটনায় গত শুক্রবার বংশাল থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে জড়িত অভিযুক্ত রুবেল দাসকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে হরিজন কলোনীর একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রূপা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকার বাদীর শ্বাশুড়ি নিজের বলে শনাক্ত করেন এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান। বংশাল থানার মামলায় গ্রেফতারকৃত রুবেল দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
ডিআই/এসকে