
ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরের নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদর জনতা কমিউনিটি সেন্টারে ৫০০জন শীতার্তদের জন্য ১৩ ইউনিয়নের ছাত্রদল নেতাদের নিকট কম্বল বিতরণ করা
হয়েছে। এসময় বিএনপি নেতা এনামুল হক কাদির ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দকে কম্বলগুলো যথাযথভাবে শীতার্তদের মাঝে পৌছে দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি নিজ গাড়ী নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়কের পাশে থাকা ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। দেশের এই ক্রান্তিলগ্নে শীতার্ত মানুষের পাশে থাকার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।