
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় শ্রমিক পার্টি ও তরুন পার্টি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নান্দাইল উপজেলা সদর দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিলের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। নান্দাইল উপজেলা শ্রমিক পার্টির সভাপতি রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এক বর্ণাঢ্য মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য ও নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা তরুন পার্টির সাধারন সম্পাদক সালাম রানা প্রমুখ। এসময় প্রধান
অতিথি তাঁর বক্তব্যে বলেন, পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি এবার জোটে থাকুক বা নাই থাকুক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক চায় নান্দাইলবাসী। প্রতিটি উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে তুলতে জাতীয় পার্টির বিকল্প নাই।