
কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেতরাই ০১নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, এর বিরুদ্ধে ১১জন মেম্বারদের অনাস্থা প্রস্তাবে অভিযুক্ত হয়েছে। মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে গত ২৮তারিখ রবিবার দুপুরে থেতরাই ইউনিয়ন পরিষদ ভবন হলরুমে তদন্ত কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে উলিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান, ও তার সহযোগীবৃন্দ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, সঠিক ও সত্য প্রমাণ পাওয়ার জন্য, আবারো মেম্বারদেরকে আমি সময় প্রদান করেছি, এই সময়ের ভিতরে প্রমাণাদি পেলে তদন্ত সঠিকভাবে হবে ইনশাআল্লাহ ।কার্যক্রমে সহযোগীতা করেন দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, এবং গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান । থেতরাই ইউনিয়ন পরিষদের ১১জন মেম্বারসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তদন্তে অংশ গ্ৰহন করে।
সকলে ই চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে নানামুখী বক্তব্য প্রদান করেন। স্থানীয় হাজারো মানুষ সঠিক তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা উলিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জোরালো দাবি তুলে ধরেছেন। এ ঘটনায় শত চেষ্টা করেও চেয়ারম্যান মোঃ আতাউর রহমানের কোন মন্তব্য পাওয়া যায় নি।