
সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাথে নিয়ে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন ৪ নং দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।
রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে তিনি দলগ্রাম ইউনিয়নের ১০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক খোঁজখবর নেন ও কমিটির সকল সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যেকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কেউ পূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এসময় তিনি প্রত্যেক মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।