
ফরিদপুর জেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ সোমবার সকাল দশটা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত পৌর আওয়ামী লীগের আহবায়ক সাঈদউদ্দিন সাঈদের সভাপতিত্বে ফরিদপুর শহরের স্টেশন বাজার, স্কাউট ভবন এবং
ভাটিলক্ষীপুর এলাকায় পৃথক পৃথক ভাবে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সহ সভাপতি শহিদুল ইসলাম হেলাল,জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র অমিতাভ বোস
শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক খায়রুদ্দিন মিরাজ,পৌর আওয়ামী লীগের , যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, ফরিদপুর পৌরসভার ১৮ নং কাউন্সিলর
আফসার উদ্দিন মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের সুখ:দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়নের জয়যাত্রা শুরু হয়েছে তা বিশ্বে বিরল। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী’র হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি- জামায়াতের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে।
পরিশেষে পৌরসভার উক্ত ওয়ার্ডে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় মানুষের মাঝে ৩,০০ টি করে কম্বল বিতরন করা হয়।