ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় বিশ্বরোড নামক স্থানে রেজিষ্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিকশায় বিদেশী মদ পাচারকালে একজনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মো. রিপন (৩৫) পিতা:মো. আমির হোসেন, গ্রাম:পূর্ব হিঙ্গুল থানা: জোরারগঞ্জ, জেলা:চট্টগ্রাম।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো.খায়রুল আলম।
তিনি জানান,গতকাল (২৮ জানুয়ারি) সোনাপাহাড় বিশ্বরোড নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেন থেকে ২০ বোতল বিদেশী মদসহ একটি সিএনজি ও সিএনজি চালকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,সিএনজি ড্রাইভারের সিটের নিচে সাদা রং প্লাস্টিকের বস্তা থেকে ২০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ডিআই/এসকে