
পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত ই খুদা মিলন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন মর্মে নিশ্চিত করেছেন। বিষয়টি জানাজানি হতেই উপজেলা ব্যাপী আনন্দের হাওয়া বইতে শুরু করেছে।
কুদরত ই খুদা মিলন খুব অল্প বয়সে অবিবাহিত অবস্থায় প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে টানা তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দ্বায়িত্ব পালন করে আসছেন। তাকে স্থানীয় মানুষ এতটাই ভালোবাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, তার অবস্থান শুধু বাংলাবান্ধা ইউনিয়নে নয় সমগ্র তেঁতুলিয়া উপজেলাতেই। তার কাছে গেলে কাউকে কখনো নিরাশ হয়ে ফিরে আসতে হয়নি। সাধারণ মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকেন তিনি। আরো আগে থেকেই আমরা চাইছিলাম তিনি উপজেলা চেয়ারম্যান হবেন। তিনি এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমরা সবাই খুশী। ইউপি নির্বাচনের ন্যায় উপজেলাতেও তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন ইনশাল্লাহ্।
স্থানীয়রা আরো জানান, কুদরত ই খুদা মিলন এর মতো ভালো মনের মানুষ খুব কমই আছে। স্থানীয়দের প্রশংসার সত্যতা পাওয়া গেছে উপজেলায় সরেজমিনে পরিদর্শন করে। সাধারণ মানুষের নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু এখন তিনি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ্।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কুদরত ই খুদা মিলন বলেন, আমি প্রথম যখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তখন থেকে নিজেকে জনগণের সেবক মনে করে কাজ করে যাচ্ছি। জনগনের জন্য কাজ করলে জনগণ ভোটের মাধ্যমে এর প্রতিদান দেন। যে কারণে আমি পর পর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও সমগ্র উপজেলার সাধারণ মানুষের যে কোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছি।
কেউ বলতে পারবে না আমার কাছে এসে কেউ নিরাশ হয়ে ফিরে গেছে। কেউ বলতে পারবে না আমার আচরণ বা কথায় কেউ মনে কষ্ট পেয়েছে। আমার ইচ্ছা যেহেতু সাধারণ মানুষের সেবা করা তাই আমি বিশ্বাস করি সাধারণ মানুষ বিপুল ভোটে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। তিনি উপজেলার সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।