
কক্সবাজার পৃথিবীর সর্ব বৃহৎ সমুদ্র সৈকত। এর আয়তন প্রায় ১২০ কিলোমিটার।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত।
সেন্টমার্টিন বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। দেশের বিভিন্নপ্রান্ত থেকে ভ্রমণ পিয়াসু মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটাতে আসেন।
শনিবার ছুটির দিন এবং আজ রবিবার ( ২৮ জানুয়ারি/২৪ ) বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই এখানে বার বার ছুটে আসেন অনাবিল সৌন্দর্য উপভোগ করার জন্য।
পর্যটকরা কক্সবাজার সহ আসপাশের পরিবেশ নিয়ে সন্তোষ্টি প্রকাশ করছেন।
সেন্টমার্টিনে একটি বিশাল কচ্ছপ সমুদ্র তীরে মরে পড়ে থাকতে দেখা গেছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি চ্যানেল এস এবং সকালের খবর ২৪. কম কে জানান, জালে আটকা পড়ে কচ্ছপটি মারা যেতে পারে। সেন্টমার্টিন দ্বীপকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।