
আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার সেহারা গ্রামের-মৃত বসির আলী গাজী, ছেলে মোক্তার আলী গাজী (৪৫)ও দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের -নলিত সরকারের ছেলে, শম্ভু সরকার (২৮)। কালিগঞ্জ থানা সূত্রে জানাগেছে, শনিবার ২৭শে জানুয়ারি থানার পুলিশ টিম মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামস্থ কালিগঞ্জ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এর দক্ষিন পার্শ্বে মূল গেটের সামনে পাকা রাস্তার উপর হতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময়ে ৭৬ (ছিয়াত্তর) বোতল ফেনসিডিল সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। নিয়মিত মামলায় রুজু করত: উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।